রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মোঃ নাছিম খান, যেন গণপূর্ত অধিদপ্তরের বাতিঘর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাণ হারালো কিশোর নুর ইসলাম ঈদযাত্রার টিকিট কাটার ভিড় নেই গাবতলীতে ভালো আছেন সোমালিয়ায় জিম্মি নাবিকেরা : হাছান মাহমুদ কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজারেরও বেশী পানচাষি ক্ষতিগ্রস্ত কুষ্টিয়ায় ১৯৩৬ বোতল ফেনসিডিল, ১টি বিদেশী পিস্তল ও ০৮ রাউন্ড গুলি সহ গ্রেফতার – ১ ভেড়ামারায় বরাদ্দকৃত রাস্তার জায়গায় নতুন করে দোকান ঘর নির্মাণ কুমারখালীতে হাসুয়ার আঘাতে আহত ৪ ছাত্রলীগ কর্মী  মাশরাফিসহ ৫ জন জাতীয় সংসদের হুইপ হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছয় দপ্তর বণ্টন দেশে গত ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ খোকসা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অনুমদোন কুষ্টিয়ায় নিরাপত্তা চেয়ে এলাকাবাসীর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান   নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জানুয়ারি ভোট কুষ্টিয়ায় দিনে দুপুরে যুবকের মাথায় আঘাত করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাই
ঘোষণা:
সংযোগ২৪ ডটকমে আপনাকে স্বাগতম । সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য বাংলাদেশের ভিন্নধারার নিউজ পোর্টাল "সংযোগ২৪ ডটকম" । অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে তরুণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা। দেশ-বিদেশে সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি)পাঠাতে হবে এই ই-মেইল: nazmulkst.hossain@gmail.com , মোবাইল : ০১৭২৯-৫৫১৫৪৬

আবদুল গনির দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন 

কুষ্টিয়া অফিস:: / ২২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ২:৪০ অপরাহ্ন

সংযোগ২৪.কম :: ২০২১-২২ অর্থবছরে ৪৫ লক্ষ’র অধিক টাকা আত্মসাতকারী সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার  আবদুল গনির দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন দাখিল। সাতক্ষীরা সদর উপজেলায় কর্মরত উপজেলা শিক্ষা অফিসার মোহা. আবদুল গনি কর্তৃক অনিয়মসমূহ হলো: ১. শিক্ষক বদলিঃ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হওয়ার প্রত্যাশায় চালুকৃত অনলাইন বদলি প্রক্রিয়াকে ব্যাহত করাসহ সরকারের গৃহীত পদক্ষেপকে বিতর্কিত করার লক্ষ্যে মোটা অংকের ঘুষের বিনিময়ে নিজের স্বার্থ চরিতার্থ করছেন জনাব আবদুল গনি। সম্প্রতি সিলভার জুবিলী মডেল সপ্রাবিতে শরীফা লায়লুন্নাহার নামক একজন সহকারী শিক্ষকের নিকট হলে ৩০০০০০ (তিন লক্ষ) টাকা নিয়ে অনিয়মের মাধ্যমে বদলি করেছেন। কারণ শরীফার প্রথম যোগদান জিএন সপ্রাবিতে ০২/০৭/২০০৬ তারিখে। তারপর ১১/০২/২০১৩ তারিখে বদলি হয়ে তার স্থায়ী
ঠিকানা ধুলিহর সপ্রাবিতে অথচ ধুলিহর স্কুলে ০২/০৭/২০০৬ তারিখে যোগদান দেখানো হয়েছে (কপি সংযুক্ত) যা সম্পূর্ণ অসত্য। তাছাড়া তার স্থায়ী ঠিকানায় চাকুরি সত্ত্বেও বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে। এসবই করা হয়েছে টাকার বিনিময়ে আবদুল গনি সাহেবের পরামর্শে। এছাড়া একই প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করে আকলিমা খানমকে দামোরপোতা সপ্রাবি হতে বাটকেখালী সপ্রাবিতে, হোসনে আরা চৌধুরী, শাখরা কোমরপুর সপ্রাবি হতে কাঁঠালতলা সপ্রাবিতে এবং মুর্শিদা খাতুনকে কাঁঠালতলা সপ্রাবি হতে আলীপুর সেন্ট্রাল সপ্রাবিতে পোষ্টিং দেয়া হয়েছে। এভাবে বদলি হতে ১০,০০,০০০ (দশ লক্ষাধিক টাকা আবদুল গনি অবৈধভাবে আত্মসাৎ করেছেন। নিলাম ছাড়া স্কুলের ভবন ও গাছ বিক্রি : নিলাম ছাড়া স্কুলের ভবন বিক্রি করে অর্থ আত্মসাৎ করে চলেছেন। নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়ের মেহগনি, আম, কড়ই, শিরিশ (স্থানীয় ভাষায় শিশুগাছ) ৫০০০০০ (পাঁচ লক্ষাধিক টাকায় গাছ বিক্রি করে অর্থ ভাগাভাগি করে থাকেন। খানপুর সপ্রাবি ও ফিংড়ী সপ্রাবির নাম উল্লেখযোগ্য। তাছাড়া মাটি খুড়লে গাছের গোড়া যাতে দেখা যায় সেজন্য মাটি ভরাট করা হয়েছে। অবৈধভাবে ভবন ও গাছ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে ১০,০০,০০০ (দশ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। ৩. এডুকেশন ইন এমার্জেন্সির অর্থ আত্মসাৎ : ২০২১-২২ অর্থবছরে নেবাখালী সপ্রাবি, গয়েশ্বরপুর সপ্রাবি, শিমুলবাড়িয়া সপ্রাবি, বাগডাংগি সপ্রাবি, জিকে ইউনাইটেড সপ্রাবি, খানপুর সপ্রাবি, গোবিন্দপুর সপ্রাবিসহ বেশ কয়েকটি স্কুলে বরাদ্দ আসে। ১৮নং খানপুর মডেল সপ্রাবির অস্থায় ভবন নির্মানের জন্য বরাদ্দকৃত এডুকেশন ইন এমার্জেন্সির সমৃদয় অর্থ আত্মসাৎ করে আবদুল গনি ভাগাভাগি করে নিয়েছেন। বাকি সবক’টি বিদ্যালয়ে কাজ সামান্য করা হলেও তাকে স্কুল প্রতি দিতে হয়েছে ১০০০০ টাকা করে। এভাবে তিনি ২৫০০০০ টাকা আত্মসাৎ করেছেন। ৪. বিভিন্ন সরকারি বরাদ্দের কাজ হতে টাকা গ্রহণ: ২০২১-২২ অর্থবছরে যত ধরণের বরাদ্দ এসেছে তার প্রতিটি খাত হতে প্রথমে হিসাবরক্ষণের অফিসের নাম করে ক্ষুদ্র মেরামতের ৯২টি বিদ্যালয় হতে ৬০০০ টাকা করে মোট ৫৫২০০০ টাকা, স্লিপ হতে ৮০০ টাকা হারে ১৬৮০০০টাকা, সিএসএসআর হতে ভ্যাটের নামে ৪২টি স্কুল থেকে ৩৫০০ টাকা করে ১৪৭০০০টাকা, নিড বেজড প্লেয়িং জনতা মেটাল হতে স্কুল প্রতি ৫৫০০০ টাকা দরে কন্টাক্ট করিয়ে ১২০০০০ টাকা করে নিয়ে ৯টি স্কুল হতে ৫৮৫০০০ টাকা আত্মসাৎ করেছেন। তাছাড়া ওয়াশব্লকের কাজ না করে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। রুটিন মেরামত থেকে স্কুল প্রতি ২০০০ টাকা প্রায় ২০০০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বরাদ্দ হতে টাকা উত্তোলনের জন্য আপাতত স্লিপের জন্য ৮০০টাকা করে নির্দেশ প্রদান করেছেন।
৫. সমাপনীর উত্তরপত্র বিক্রির অর্থ সম্পূর্ণ আত্মসাৎ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ ও ২০১৯ সালের উত্তরপত্র আগের অনেক পুরাতন কাগজপত্র স্টোররুম থেকে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে ২৫০০০০ (২লক্ষ ৫০হাজার) এর অধিক অর্থ আত্মসাৎ করেছেন। ৬. জাতীয় দিবসে অনুপস্থিত থাকা: সকল জাতীয় দিবসে অনুপস্থিত থাকেন। পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়ার পরও তিনি জাতীয়ভাবে ঘোষণাকৃত শোক দিবসে পিকনিক করে বেড়ান (পত্রিকার কপি সংযুক্ত)। সরকারের প্রতি সবসময় একটি তাচ্ছিল্য মনোভাব পোষণ করে এবং সরকারের উন্নয়নের অংশীদার না হয়ে বিরোধী মনোভাব পোষণ করেন।
৭. শিক্ষার গুণগতমান ক্ষুণ্ন হওয়া: দেশপ্রেমের লেশমাত্র তার মনে নেই। তাই তার আচরণ পশুতুল্য। তার দ্বারা কোন উন্নয়ন একেবারেই অসম্ভব। তিনি একেবারেই সময়নিষ্ঠ নন অথচ স্টাফদের বিষয়ে বিশেষ তৎপর। শিক্ষকদের সাথে তিনি গোয়ারের মতো আচরণ করেন। কথা স্পষ্ট না হওয়ার সুবাদে তিনি অনেকাংশে পার পেরে যান। ধমক ও হুমকি ধামকি দিয়ে দিন শুরু করেন। ৮.দু’টি সরকারি মটর সাইকেল এক কর্মকর্তা কর্তৃক ব্যবহার: আবদুল গনি সাহেবের নিজস্ব নামে বরাদ্দকৃত মটর সাইকেল যার নং’ঢাকা মেট্রো হ ৩৪-৬৭১৩’ ব্যবহার না করে ডিপিইও অফিস হতে মটর সাইকেল যার নং ‘ঢাকা মেট্রো হ ৩৫-২১৮০’ (ইয়ামাহা ক্রাস্ক) নিয়ে ব্যবহার করছেন যা সরকারি বিধির পরিপন্থী। ৯. দাওয়াত খাওয়া: সকালে ঘুম থেকে উঠে তার জন্য কোন না কোন স্কুলের শিক্ষকে বলা থাকবে নাশতা দেওয়ার জন্য। আর যদি শহরের বাইরের শিক্ষক হয় তাহলে তিনি নিজেইওই জায়গায় চলে যান। এরপর দুপুরে আবার স্কুলে যান সেখান থেকে দুপুরের খাবার সেরে টিফিন ক্যারিয়ারে নিয়ে আসেন রাতের খাবার। এখানে তার বউ না থাকলেও তিনি আছেন রাজার হালে। তার বাসায় ইদানিং একাধিক সুন্দরী মহিলার আনাগোনা পরিলক্ষিত হচ্ছে (ছবি ও ভিডিওসহ পরে দেওয়া হবে)। বর্তমানে পিকনিকের নামে প্রতি স্কুলে যাওয়ার জন্য রীতিমতো ডায়েরী ব্যবহার করছেন জনাব আবদুল গনি সাহেব। ১০. অহেতুক হয়রানি করা: শিক্ষকদের কোন কাজ নিয়ে আসলে অহেতুক হয়রানি করে থাকেন। ক্যানসার হওয়া মৃত্যু পথযাত্রী শিক্ষক ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে মারা গেলেন অথচ বহিঃবাংলাদেশ এবং মেডিকেল ছুটি সার্ভিসবুকে এন্ট্রি না করে টাকার বিনিময়ে বেমালুম অবৈধ কাজ করে চলেছেন। কোন শিক্ষক তার অবৈধ কাজে সহায়তা না করলে তিনি ছুটে যান ঐ স্কুলে সংশ্লিষ্ট শিক্ষককে হয়রানি করার উদ্দেশ্যে। শোকজ হুমকি ধামকি বাজে ব্যবহার করে থাকেন প্রায়শই। ১১. শোকজ নোটিশ: চলতি দায়িত্বে উপজেলা শিক্ষা অফিসার হওয়া সত্ত্বেও চ.দা. লেখেনা এবং অন্যায়ের দোসর না হলে তুচ্ছ কারণ দেখিয়ে তার অধিন সকল সকল স্ট্যাফ ও শিক্ষককে শোকজ করে থাকেন। অধিকাংশ সময় সহকর্মীদের ডেকে তুচ্ছতাচ্ছিল্য সহকারে গালমন্দ করেন যা অত্যন্ত অসহনীয় তাদের জন্য [এমনকি শিক্ষকদের সামনে পর্যন্ত]। বদলিসহ সকল আর্থিক বিষয়ে অফিসের ইউডিএ এর ফাইল নোটে স্বাক্ষর রাখার বিধান থাকলেও তিনি ইউডিএ কে কোন কাজে লাগান না। তার প্রতি বিমাতা সুলভ আচরণ করেন । ১২. দালাল শ্রেণির শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে বিশেষ সখ্যতা: দালালী হিসেবে কয়েকজন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে বিশেষ সখ্যতা গড়ে তুলেছেন। কোন বিষয়ে চাঁদা তোলার প্রয়োজন হলে ঐ শিক্ষকদের ডেকে নিয়ে নিজের পকেট ভারি করার লক্ষে % হিসেবে কাজের লাগিয়ে দেন। শিক্ষা অফিসার ৮০০ টাকা তুলতে বললে দালালগণ ১০০০ টাকা তুলে ২০০টাকা নিজেদের
পকেটে রাখেন। তাছাড়া সংশ্লিষ্ট এটিইও এবং প্রধান শিক্ষককে না জানিয়ে ঐ সকল সহকারী শিক্ষক নিয়ে বাইরে ঘুরে বেড়ায়। ফলে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়াসহ প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। এ অনিয়মের বিষয়ে কেউ কথা বললে সরকারের উদাহরণ টেনে সমালোচনাসহ নেতিবাচক মন্তব্য করেন। সশিদের মধ্যে শওকত, হালিম, মনিরুজ্জামান, হাবিবুল্লাহ এবং প্রশিদের মধ্যে জাকির, একরাম, মাজেদ, আক্তারুজ্জামান, হাসনাত, আঃ সবুর আপতত দালাল শিক্ষক হিসেবে বেশ পরিচিত। অতএব, মহোদয় সমীপে বিনীত নিবেদন এই যে, জনাব মোহা. আবদুল গনি, উপজেলা শিক্ষা অফিসার, সদর, সাতক্ষীরাকে একটি দুর্গম এলাকায় বদলির ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্ত করার জন্য মহোদয়ের একান্ত সুমর্জি কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব

এক ক্লিকে বিভাগের খবর